সিডিএর নকশা অমান্য করে ভবন নির্মাণ : অভিযুক্ত কারাগারে

বাংলাদেশ চিত্র ডেস্ক

অনুমোদিত নকশা এবং ভূমি ব্যবহার ছাড়পত্রের শর্ত অমান্য করে ভবন নির্মাণ করায় ৮৯, হোমসেন লাইনের বাসিন্দা মানস দাশ গুপ্তকে কারাদণ্ড দিয়েছে সিডিএর বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সিডিএ সূত্রে জানা যায়, ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগে গত ৩ অক্টোবর ইমারত পরিদর্শক বিমান বড়ুয়া আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ০৩/২০২৪)। এর আগে ২৪ এপ্রিল সিডিএর অথরাইজ অফিসার-২ তানজিব হোসেন অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

CDA

অভিযুক্ত মানস দাশ গুপ্তের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ায় গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আজ বুধবার তাকে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বিষয়টি আমলে নিয়ে তাকে দোষী সাব্যস্ত করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share This Article