বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন, যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে সমাজ উপকৃত হবে, আমাদের যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলার ধারাবাহিকতা বজায় থাকলে কিশোররা মোবাইলে গেমস খেলা থেকে বিরত থাকবে। বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৪নং কাচিয়া ইউনিয়ন ছাত্রদল(দক্ষিণ শাখা) আয়োজিত ব্যারিষ্টার মারুফ ইব্রাহীম আকাশ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গত শুক্রবার এসব কথা বলেছেন।
গত শুক্রবার ২২ নভেম্বর রাত ৮টায় কাচিয়া ইউনিয়নের মিজির বাজার জমাদ্দার বাড়ির খেলার মাঠে ফাইনাল খেলায় জমাদ্দার বাড়ি একাদশকে পরাজিত করে চৌমুহনী একাদশ টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হন।
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন প্রধান অতিথি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন টুর্নামেন্টের সভাপতি শেখ সাদী হাওলাদার। ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চৌমুহনী একাদশের রিয়াজ তার হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আজম, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জমাদ্দার বাড়ি একাদশের শিবলু তার হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী মনজুরুল আলম ফিরোজ, এবং সেরা বোলার বাপ্পির হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি। এতো সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করায় প্রধান অতিথি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান ও খেলা দেখতে আসা উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :