দেওয়ানগঞ্জে একদল ভূমি দস্যু কৃষকের সরিষা ক্ষেতে ট্রাক্টর দিয়ে বিনষ্ট করে ভুট্টা লাগানোর হুমকি


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ /
দেওয়ানগঞ্জে একদল ভূমি দস্যু কৃষকের সরিষা ক্ষেতে ট্রাক্টর দিয়ে বিনষ্ট করে ভুট্টা লাগানোর হুমকি
দেওয়ানগঞ্জে একদল ভূমি দস্যু কৃষকের সরিষা ক্ষেতে ট্রাক্টর দিয়ে বিনষ্ট করে ভুট্টা লাগানোর হুমকি





দেওয়ানগঞ্জে একদল ভূমি দস্যু কৃষকের সরিষা ক্ষেতে ট্রাক্টর দিয়ে বিনষ্ট করে ভুট্টা লাগানোর হুমকি



নিজস্ব সংবাদদাতা : একটি সংঘবদ্ধ ভৃমি দস্যুরা জমি বেদখলের উদ্দেশ্যে নিরিহ কৃষকের ক্ষেত ট্রাক্টর দিয়ে ফসল বিনিষ্ট করে চলে যায়। এ সময় চিহ্নিত ভূমি দস্যুরা ওই ফসলের ক্ষেতে ভুট্টা লাগানোর হমকি দেয়। ঘটনাটি ঘটেছে ১৬ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর মাগুরী হাট খোলাবাড়ি গ্রামে। এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিরিহ কৃষক মো জামের উদ্দিন বাদী হয়ে একই গ্রামের মহরউদ্দিন (৭০) জয়নাল আবেদীন (৪৫) সহ মোট ৮ জন কে আসামি করে গত কাল বুধবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চর মাগুরি হাট মৌজার বিআর এস ৪৪ নং খতিয়ানের বি আর এস ২৫২৫ নং দাগের ১ একর ৩২ শতাংশ সরিষারক্ষেত উল্লেখিত বিবাদীগন অতিলোভের বসবর্তী হয়ে ওই জমির বিষয় নিয়ে অহেতুক ভাবে আমার সাথে বিরোধ সৃষ্টি করে। তারা বিভিন্ন সময় আমার জমিতে থাকা সমস্ত সরিষা ফসল বিনষ্ট করার হুমকি দিয়ে আসছে। এমতাবস্তায় ঘটনার দিন বিবাদীগণ আমার জমিতে এসে অন্যায় ভাবে জমিতে থাকা সমস্ত সরিষা ফসলের চারা গাছের ওপর ট্রাক্টর দিয়ে হাল বাইতে শুরু করে। এ সময় আমিসহ কতিপয় সাক্ষীগন এসে বাধা প্রদান করলে বিবাদীগন ধারালো অস্ত্র উচিয়ে প্রাণনাশের ও লাশ গুমের ভয়ভীতি প্রদর্শন করে। প্রাণের ভয়ে আমরা নিরাপদ স্থানে চলে আসি। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, জমিতে থাকা ফসলের সমস্ত সরিষার চারাগাছ বিনিষ্ঠ করে ৬০ হাজার টাকার সমপরিমান ক্ষতি সাধন করে চলে যায়। এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান স্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্তে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।