ম্যাপের দেখানো পথে গিয়ে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ /
ম্যাপের দেখানো পথে গিয়ে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩
ম্যাপের দেখানো পথে গিয়ে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রযুক্তির ব্যবহার এখন একটি সাধারণ ঘটনা। বিশেষ করে ভ্রমণকারীদের ক্ষেত্রে জিপিএস (গ্লোবার পোজিশনিং সিস্টেম) ব্যবহার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এতে অন্ধ ভরসা করাই কাল হলো। ম্যাপের দেখানো পথে গিয়ে সেতু থেকে নদীতে পড়েছে গাড়ি, এতে নিহত হন তিনজন। রবিবার এমন ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে। এদিন জিপিএস ব্যবহার করে ম্যাপের ভুলে গাড়ি চালাতে গিয়ে নির্মাণাধীন সেতু থেকে পড়ে দুই ভাইসহ তিনজনের করুণ মৃত্যু হয়েছে। খবর দ্য হিন্দুর।

গাড়িটি বাদুয়ানি জেলার বেরেইলি থেকে দাতাগঞ্জ যাওয়ার পথে এমন ঘটনার শিকার হয়। স্থানীয় বাসিন্দারা ওয়াগন আর এর গাড়িটি নদীতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গাড়িতে থাকা তিন জনই মারা গেছেন। সার্কেল পুলিশ অফিসার আশুতোষ শিভাম বলেন, চলতি বছর বন্যায় ওই সেতুটির একাংশ ভেঙে নদীতে পড়ে যায়, কিন্তু জিপিএস রুটটি আপডেন না করায় গাড়ি চালক বুঝতে পারেননি যে পথটি তাদের জন্য নিরাপদ নয়।

এদিকে পরিবারের সদস্যরা নিহতদের মরদেহ আনতে মর্গে গিয়ে জানায়, গাড়ি চালক গন্তব্যে পৌঁছানোর জন্য গুগল ম্যাপ ব্যবহার করেছিল। কিন্তু সেতুটি ভেঙে যাওয়া সত্ত্বেও সেখানে কোনো ব্যারিকেড না থাকায় এর জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। এজন্য জেলা প্রশাসককে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।

সূত্র : দ্য হিন্দু ও এনডিটিভি।