ভারতকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব


বাংলাদেশ চিত্র ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ /
ভারতকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব
ভারতকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভারত যদি বাংলাদেশের হাইকমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের ফিরিয়ে আনা হোক। কারণ ভারতে যা ঘটানো হয়েছে তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনসনের লঙ্ঘন। ভারতকে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দুপুরে বায়তুল মোকাররম থেকে এক বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।

এ সময় তিনি অভিযোগ করেন, ভারত গত ১৬ বছর ধরে বাংলাদেশকে বিনামূল্যে গিলে খেয়ে আসছিল। বাংলাদেশের ছাত্র-জনতা তাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। তাই ভারতের অন্তর জ্বালা শুরু হয়েছে। তাদের ক্ষমা চাইতে হবে। যদি তারা বাংলাদেশের হাইকমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ফিরিয়ে আনা হোক। কারণ ভারতে যা ঘটানো হয়েছে তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনসনের লঙ্ঘন।

সমাবেশে অন্যান্যরা ভারতের পণ্য বর্জনের দাবি তোলেন। বক্তারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত, কাজেই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।

বক্তারা আরও বলেন, ভারত গায়ে পড়ে বাংলাদেশের সাথে যুদ্ধ বাধাতে চাইছে, তবে বাংলাদেশের মানুষ ধৈর্যশীল। কিন্তু বাংলাদেশের মানুষকে খ্যাপালে আর রক্ষা নেই।

উল্লেখ, সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।