তারেক রহমান খালাস পাওয়ায় নবীনগরে দোয়া মাহফিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

বহুল আলোচিত ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নিরপরাধ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় নবীনগর পৌর এলাকা ও ২১টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যেসব মাদ্রাসা-এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো আলিয়াবাদ জাহেরা খাতুন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কনিকাড়া মিছবাহুল উলুম জাব্বারিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও আবুল বাশার এতিমখানা, শিবপুর দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, বিটঘর আব্দুল জাব্বার হাবিবি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, টিয়ারা আল কোবাহ মাদ্রাসা ও এতিমখানা, কাইতলা নেদায়ে ইসলাম মাদ্রাসা কমপ্লেক্স, নারুই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, নাটঘর ইউনিয়নের চড়িলাম ভান্ডুসার শান্তিপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, রছুল্লাবাদ পূর্বপাড়া জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসা, শাহপুর এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, বড়াইলের জালশুকা দক্ষিণপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কৃষ্ণনগরের হাজীরহাটি আলী আহাম্মদ খান দারুল ইহসান মাদ্রাসা, শ্রীরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গাউসিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বিদ্যাকুট ইসলামিয়া হাফেজিয়া নাজেরিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমগঞ্জ খানকাহ মাদ্রাসা ও এতিমখানা, বীরগাঁও ইউনিয়নের কেদেরখলা কওমি মহিলা মাদ্রাসা। এসব দোয়া মাহফিলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share This Article