একটিভ ফাউন্ডেশনের উদ্দ্যেগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে ২০ হাজার পরিবারে মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরনের কার্যক্রম হিসেবে শনিবার বিকেলে চাটখিল উপজেলার মোহাম্মদপুরে এই বিতরণ কার্যক্রম করা হয়।

চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগের উপজেলা সভাপতি এবং এক্টিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির তার সৌজন্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তারই ধারাবাহিকতায় চাটখিল উপজেলা ও পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার সব কয়টি ইউনিয়ন, পৌরসভায় পর্যায়ক্রমে সর্বমোট ২০ হাজার পরিবারে বিতরণ করা হবে।

ইফতার সামগ্রী নিতে আসা একজন বলেন, আমি একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য পেয়েছি,আমি জাহাঙ্গীর কবিরের জন্য দোয়া করি,এবং খাদ্যসামগ্রী পেয়ে আমি অনেক খুশি হয়েছি।

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন,আমার একটিভ ফাউন্ডেশনের একটা লভ্যাংশ জনকল্যানে ব্যয় করি। এইসব মানবিক কাজ সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Share This Article