বেগমগঞ্জে জালাল উদ্দীন ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন জালাল উদ্দীন ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কলেজের অধ্যক্ষ সমীর চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভোধন করেন চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।

দিন ব্যাপী কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রত্যেক ক্লাস ও বিভাগীয় ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের জাকজমক ভাবে নাচ-গান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

এরপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সময় উক্ত কলেজের গভার্নিক বডির সদস্যবৃন্দ ও শিক্ষক- শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Share This Article