ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে গবি ৫৫ তম

ফাহিম আল হাসান

গবি প্রতিনিধিঃ

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স-এর র‌্যাংকিংয়ে ২০২৩ সংস্করণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৫তম অবস্থানে আছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। তবে, বিশ্ব তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ৬৫০৯তম স্থানে৷ এর আগে ২০২২ এর গত সংস্করণে তাদের দেশের মধ্যে অবস্থান ছিল ৭৬তম এবং বিশ্ব র‍্যাংকিংয়ে ১১ হাজার ৯৮৭ তম। তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি, বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। এতে স্থান পাওয়া বাংলাদেশের ১৭০টি বিশ্ববাদ্যালয়ের মধ্যে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, তৃতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ওয়েবমেট্রিক্স জানুয়ারি ২০২৩ সংস্করণে বিশ্ব সেরা তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি, পঞ্চম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

এ র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।

২০২২ এর গত সংস্করণে তাদের দেশের মধ্যে গবির অবস্থান ছিল ৭৬তম। এবারের অবস্থান ৫৫তম। এ বিষয়ে গবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, কোভিডের জন্য বিশ্ববিদ্যালয়ে ২ বছর ঠিকঠাকভাবে অনেক কাজই হয়নি। সেগুলো আমরা পুনরুদ্ধার করছি, পুরোপুরি সব পারিনি কিন্তু চেষ্টা করছি। আশা করছি আরো সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা একটি রিসার্চ এর উদ্যোগ নিয়েছি। সব মিলিয়ে বলবো সার্বিকভাবে আগের বছর থেকে এবছরের অবস্থা ভালো আছে। আশা করছি আরো উন্নতি হবে।’

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে।

বাংলাদেশ চিত্র/আখলাক

Share This Article