![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী চাটখিল রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে চাটখিল আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও জনপ্রতিনিধি ইফতার সামগ্রী উপহার বিতরন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।
চাটখিল উপজেলা পরিষদের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঈদ সামগ্রী উপহার বিতরন করেন,তিনি করোনা কালীন জনগণের কল্যাণে বিভিন্ন সামগ্রী উপহার বিতরন করেন, সঠিক নেতৃতে আজ দেশ উন্নয়নের রোল মডেল আগামী দিনে নোকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।
পরে চাটখিল উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের আড়াই হাজার নেতা-কর্মীদের মাঝে রমজান মাসের ১৭ আইটেমের প্রায় ২০ কেজি ইফতার সামগ্রী উপহার বিতরন শেষে জেলা ও সোনাইমুড়ী-চাটখিল উপজেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।