মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

বাংলাদেশ চিত্র ডেস্ক

মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট যায় ঘটনাস্থলে।

কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন। ছড়িয়ে পড়ে আরও তিনটি ফ্লোরে। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট যায় ঘটনাস্থলে। মোট ১৬টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

সচিবালয়ে আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ১৬টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।  

 

Share This Article