সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সংকল্পবদ্ধ থাকতে হবে: আলী রীয়াজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

আলী রিয়াজ বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়। এই ঐক্যমতকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় এবং ভালো সংবিধান প্রণয়নেই সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না। রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে।’

Share This Article