বিশেষ প্রতিনিধি ::
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২২ ফলাফলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মোঃ সাদমান শাফি রোহান।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পাশের হার ৯৮.৪৩%। ১২০৭ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ১১৮৮ জনের মাঝে জিপিএ-৫ পেয়েছেন ৭৭৯ শিক্ষার্থী।
এর আগে মেধাবী ছাত্র সাদমান শাফি রোহান কুমিল্লা জিলা স্কুল থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিল।
তার বাড়ি চাঁদপুর জেলার মতলব (উঃ) উপজেলার সুজাতপুর গ্রামের মোঃ মাহাবুব হোসাইন এর একমাত্র পুত্র সন্তান সাদমান শাফি রোহান।
ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মেধাবী ছাত্র সাদমান শাফি রোহান ও তার পরিবার।