চুলা না জ্বললেও দিতে হচ্ছে গ্যাসের বিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাত ১২টার পর থেকে আস্তে আস্তে গ্যাস আসা শুরু করে। এরপর গ্যাস থাকে সকাল ৬টা, বড়জোর ৭টা পর্যন্ত। বাকি সময় চুলায় কোনো গ্যাস থাকে না। গভীর রাতে কিংবা ভোরে উঠে রান্না করতে হয়। প্রায় সময়ই তা সম্ভব না হওয়ায় রান্না করতে হয় বৈদ্যুতিক চুলায়।
গ্যাসসংকটের এমন চিত্র তুলে ধরে রাজধানীর দনিয়া এলাকার বাসিন্দা দিলরুবা সুমি দেশ রূপান্তরকে বলেন, ‘শীতে গরম খাওয়া তো দূরের কথা, ঠিকমতো রান্না করাও মুশকিল হয়ে… বিস্তারিত

Share This Article