ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির জন্মদিনে ইবি ছাত্রদলের নানা আয়োজন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইবি প্রতিনিধি ::
নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের জন্মদিন পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে কেক কাটেন নেতাকর্মীরা। পরে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, ১ নং ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল মোল্লা এবং শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আলী।

এছাড়াও অন্যান্যদের মাঝে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, মিঠুন, সৌরভ, রোকন, স্বাক্ষর ও পুলক প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article