জিম্মি থাকা আরও চারজনকে মুক্তি দিতে পারে হামাস, তাঁরা কারা

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তির জন্য আরও চারজন ইসরায়েলি জিম্মির নাম জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় আজ শনিবার তাঁদের মুক্তি দেওয়া হতে পারে।

এই চারজন হলেন ইসরায়েলি সেনা কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তাঁরা সবাই ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত একটি ইউনিটের অংশ ছিলেন।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা ১৮০ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে এই ৪ জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস।

ইসরায়েল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গত রোববার কার্যকর হয়। এরপর এক দফা বন্দী ও জিম্মি বিনিময় করে দুই পক্ষ। ওই সময় ৯০ কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। আর হামাসের পক্ষ থেকে ৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকরের পর এটা হবে দ্বিতীয় দফায় এমন বিনিময়।

ইসরায়েলি ভূখণ্ডে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলা চালানোর মধ্য দিয়ে দুই পক্ষের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছিল। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন মানুষ নিহত হন। জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় ২৫১ জনকে।

জবাবে ওই দিনই গাজা উপত্যকায় হামাসের ওপর পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় ৪৭ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই বেসামরিক মানুষ। এই তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

ধারণা করা হচ্ছিল, আজ মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকায় ইসরায়েলি বেসামরিক নারী আরবেল ইয়েহুদের নাম থাকতে পারে। তবে হামাস যে চারজনের নাম জানিয়েছে, সেই তালিকায় আরবেলের নাম নেই।

যদিও তালিকায় আরবেলের নাম কেন নেই, সেই সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরবেল হয়তো হামাসের হাতে জিম্মি নেই। তিনি আরেকটি সশস্ত্র সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদের (পিআইজে) হাতে জিম্মি থাকতে পারেন।

আগামী পাঁচ সপ্তাহের মধ্যে হামাস পর্যায়ক্রমে ২৬ জন জিম্মিকে মুক্তি দেবে। শিগগিরই হামাসের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য জানানো হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে যাঁদের মুক্তি দেওয়া হচ্ছে, তাঁরা দীর্ঘদিন ধরে দেশটির কারাগারে আটক ছিলেন। যদিও দেশটি জোর দিয়ে বলেছে, ৭ অক্টোবরের হামলায় জড়িত কাউকে মুক্তি দেওয়া হবে না।

Share This Article