![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন তাদের কোনও প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অনেকেই জুলাই হত্যাকাণ্ডের অঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার-আমার চোখের সামনে বাচ্চা ছেলেমেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে।
তিনি বলেন, তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনও অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার ওপর তারা মিথ্যা কথা বলছে যে ৩ হাজার পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? ৭১টি শিশুকে তারা মেরেছে। হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলছে যে হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই। কে এসে অনুতপ্ত হচ্ছে, বরং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে।