অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পহেলা ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যোনে শুরু হয়েছে বইমেলা। ইতোমধ্যে মেলাপ্রাঙ্গন লেখক, পাঠকে মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন প্রকাশনী নতুন নতুন বই নিয়ে পাঠককে বই পড়ার দিকে আকৃষ্ট করছে। তেমনই একটি প্রকাশনীর নাম এ.এইচ প্রকাশনী। শুরু থেকেই প্রকাশনীটি মানসম্মত বই প্রকাশ করে লেখক-পাঠকের মনে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছে। মেলাতেও এ.এইচ প্রকাশনীর নতুন বইয়ের বাজিমাত। ইতোমধ্যে মেহেরুন তাসলিমার কাব্যগ্রন্থ ‘অন্যরকম শহর’, তাহেরা খাতুনের গীতিকবিতা ‘গীতিমাল্য’, আবু নাঈম খলিফার সামাজিক উপন্যাস ‘পদ্মা পাড়ের কানাই লাল’, কোহিনূর রহমানের কাব্যগ্রন্থ ‘ভালোবাসার নীলকাব্য’, ও লিটন তালুকদারের কাব্যগ্রন্থ ‘রক্ত বাঙলা ভালোবাসা’ ব্যাপক সাড়া ফেলেছে। পাঠক এসব বই হাতে পেয়ে অভিভূত ও আনন্দিত।
সারা বছর এ.এইচ প্রকাশনী বই প্রকাশ করে থাকে। এবারের মেলা উপলক্ষ্যে আকিকুর রহমান তালুকদারের কাবগ্রন্থ ‘সত্যের সন্ধানে’, সেলিনা আহমেদের কাব্যগ্রন্থ ‘অবমুক্ত পৃথিবী’, তাছলিমা বেগমের কাব্যগ্রন্থ ‘আঁধারে অবগাহন’, মিনহাজ সাদ্দামের কাব্যগ্রন্থ ‘অন্তিম অপেক্ষা’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বইগুলো হাতে পেয়ে পাঠকমহলের ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।
ইতোপূর্বে এ.এইচ প্রকাশনী থেকে বের হয়েছে কোহিনূর রহমানের কাবগ্রন্থ ‘মন গহীন’, শামছুন্নাহার রুবাইয়ার উপন্যাস ‘সেই তুমি এলে’, মাসুম বিল্লাহর কাব্যগ্রন্থ ‘চুম্বক ও কাঠ’, রীতা ধরের কাব্যগ্রন্থ ‘অন্ধ জোনাকি’, শেখ মহিউদ্দিন রুমীর কাব্যগ্রন্থ ‘ভালোবাসার নীলফড়িং’, সেলিনা শিউলির কাব্যগ্রন্থ ‘বাসন্তী সন্ধ্যা’, দিলু রোকিবার কাব্যগ্রন্থ ‘ঝিনুকের বুকে মুক্তো’, লুৎফুন নাহারের কাব্যগ্রন্থ ‘গোধূলির আলো’, লিটন তালুকদারের কাব্যগ্রন্থ ‘সফেদ ক্যানভাসে রক্তের ছোপ’, সাইফুল ইসলাম নাদিমের কাব্যগ্রন্থ ‘স্বপ্ন তরী’ ও মিনহাজ সাদ্দামের কাব্যগ্রন্থ ‘লাল ভালোবাসা’।
এ.এইচ প্রকাশনী একক বই প্রকাশের পাশাপাশি যৌথগ্রন্থ প্রকাশেও বেশ এগিয়ে ও সফলতার সাক্ষর রেখে চলেছে। ইতোমধ্যে আবুল হাশেমের সম্পাদনায় ‘প্রাণে বাংলাদেশ’, লকিতুল্লাহ্ মাহমুদের সম্পাদনায় ‘লোককান্ত’ এবং মিনহাজ সাদ্দামের সম্পাদনায় ‘কবি ও কবিতায় ঝালকাঠি’ বই প্রকাশ হয়েছে। সফলতার ধারাবাহিকতায় আরও কিছু বই প্রকাশের অপেক্ষা আছে বলে জানান প্রকাশক।
এ.এইচ প্রকাশনীর কর্ণধার, কবি, গীতিকার ও সংগঠক আবুল হাশেম তার প্রকাশনা প্রতিষ্ঠান নিয়ে গর্ব করে জানান, ‘আমার প্রকাশনা প্রতিষ্ঠান শুরু থেকেই মানসম্মত বই প্রকাশে বেশ মনোযোগী। উন্নত মানের কাগজ, কোয়ালিটিফুল প্রিন্ট ও বাঁধাই আমাদের বইয়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য যা দেশের অনেক প্রকাশনীই নিশ্চিত করতে পারে না। ভালো মানের কাজ করতে গিয়ে বই প্রকাশ করতে মাঝে মাঝে দেরি হয়ে থাকে। তাই সবসময় লেখকদের ধৈর্য্য ধরার অনুরোধ করব। সকলের সহযোগিতায় এ.এইচ প্রকাশনী প্রকাশনা জগতে এক নির্ভরযোগ্য নাম হবে বলে বিশ্বাস করি।’
এ.এইচ প্রকাশনীর বইসমূহ মেলায় গাঙচিলের ৩৯৭ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া সকল বই দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে। পাঠক ঘরে বসে অর্ডার করে পড়তে পারছে এ.এইচ প্রকাশনীর বইসমূহ। এছাড়া বেশ কিছু বইয়ের ই-বুকও পাচ্ছে যাচ্ছে রকমারিতে।