![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিমানে চড়ে বরিশাল বিপিএল ট্রফি
চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর শোন্ যাচ্ছিল, লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। আজ রোববার দুপুর ১টা ১৫ মিনিটের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ার কথা ছিল বরিশাল দলের। তবে জানা গেছে, তাদের ফ্লাইট বিলম্ব হচ্ছে। দুপুর দেড়টা পর্যন্ত বরিশালের বিমান আকাশে উড়েনি। তবে শিগগির বরিশালের উদ্দেশে রওয়ানা দেবেন তামিমরা। জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী।
প্রিয় দলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশালবাসী। শহরের প্রাণকেন্দ্রে দুপুর ২টা থেকে বিকাল ৫টা নাগাদ ঐতিহাসিক বেলস পার্কে হবে এই অনুষ্ঠান। সেখানে তামিমদের অভ্যর্থনা জানাবেন তারা। হাজার হাজার ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হবেন ফ্র্যাঞ্চাইজির সব ক্রিকেটার।