তালতলী তাপবিদ্যুৎ লোহা তামা চোরাই মাল সহ সাবেক ইউপি সদস্য সহ তিনজন গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাসুম বিল্লাহ জাফর, বরগুনা জেলা প্রতিনিধি ::

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রটি ঘিরে চলছে লুটপাট। পাচারকারীরা লোহা তামা তার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করে চলেছে দীর্ঘদিন ধরে। স্থানীয় প্রশাসন তামা ও এসব মালামাল উদ্ধর করে মামলা দিলেও কোনভাবেই পাচারকারীদের প্রতিরোধ করা যাচ্ছে না।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তালতলী থানার ওসির নেতৃত্বে গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে একই এলাকা থেকে ২৩০ কেজি তামা জব্দ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ তামা পাচারকারীরা মালিপাড়া থানা রোড এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মশিউরের কাছে বিক্রি করে। তালতলী বাজারে তামা বিক্রি করতে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, সাবেক ইউপি সদস্য সহ তিন জনকে গ্রেফতার করে আজ সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। এসময় ৬৭ কেজি তামা জব্দ করা হয়।

Share This Article