![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলাচ্ছেন প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক। এই তিন অভিজ্ঞ পেসারকে কেন্দ্র করেই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সাজানো হয়। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তিন পেসারের একজনকেও পাওয়া যাবে না। আগেই নিশ্চিত হয়েছিলো, ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স ও হ্যাজেলউডের। এবার শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার শিবিরে এলো আরও এক দুঃসংবাদ। দলের অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ককেও পাওয়া যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন স্টার্ক। এদিকে নিয়মিত অধিনায়ক কামিন্স না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও হঠাৎ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। যার কারণে অস্ট্রেলিয়ার দলে আনা হয়েছে পাঁচ পরিবর্তন। শেষ মুহূর্তে স্কোয়াডে নেয়া হয়েছে—শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সাঙ্ঘাকে। এছাড়াও, রিজার্ভ হিসেবে আছেন কুপার কনোলি।
এদিকে কেন মিচেল স্টার্ক এমন সিদ্ধান্ত নিল তা গোপন রাখা হয়েছে। আর অস্ট্রেলিয়ার নির্বাচক তা মেনেও নিয়েছে। স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং সেটাকে সম্মান জানাই। মিচ তার আন্তর্জাতিক ক্রিকেট এবং অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করার ব্যাপারে গভীর শ্রদ্ধাশীল।’
চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, তানভীর সাঙ্ঘা, বেন ডারউইস, স্পেন্সার জনসন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যাডাম জাম্পা।
ভ্রমণ রিজার্ভ: কুপার কনোলি