কার্ডিফের সুখস্মৃতি কি ফিরবে রাওয়ালপিন্ডিতে?

বাংলাদেশ চিত্র ডেস্ক

২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদের অতিমানবীয় দুই সেঞ্চুরি হয়ত সবার মনে থাকার কথা। কার্ডিফের সেই ম্যাচে কিউইদের হারিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিতে ওঠে টাইগাররা। আবারও এসেছে চ্যাম্পিয়নস ট্রফি, ফের মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কার্ডিফের সেই সুখস্মৃতি নিয়েই রাওয়ালপিন্ডিতে কিউইদের মোকাবিলা করতে নামবে নাজমুল শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

আগের ম্যাচেই ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ। প্রতিপক্ষের পাশাপাশি পরিবর্তন হয়েছে কন্ডিশনও। মরুর দুবাই ছেড়ে পাকিস্তানে এবার টিম বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত-তাসকিন-মিরাজদের।

ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টিতে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। এই সংস্করণে সবশেষ দেখায় নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের বড় জয় পায় নাজমুল শান্তরা।

বিশ্বকাপে ৫ দেখায় যে নিউজিল্যান্ডের বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। সবশেষ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের করা ২৪৫ রানের জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।

তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে স্মৃতিমধুর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে। কিউইদের ২৬৫ রানের জবাবে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এরপর জোড়া সেঞ্চুরিতে কার্ডিফে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের নায়ক বনে যান সাকিব-রিয়াদরা।

যদিও সাম্প্রতিক পারফরমেন্সে অনেকটাই ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। শেষ ৫ ওয়ানডের সবকটিতেই হেরেছে টাইগাররা। বিপরীতে, শেষ ৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ব্ল্যাকক্যাপসরা।

হারলে টুর্নামেন্ট শেষ, জিতলে টিকে থাকবে সেমির আশা। বাংলাদেশের সামনে এমন সমীকরণের ম্যাচে রাওয়ালপিন্ডির হাইস্কোরিং উইকেট। কতটা অভিযোজিত হতে পারে বাংলাদেশ— এখন সেটিই দেখার বিষয়।

Share This Article