বিয়ে না করায় আদালতে এসে নারীর আত্মহত্যার চেষ্টা!

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রাম আদালতে কর্মরত এক যুবক বিয়ে না করায় এজলাসের বাইরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম আদালতের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, বিয়ে করতে হবে এক সপ্তাহের মধ্যে, তানাহলে আত্মহত্যা করবেন বলে ওই নারীর দেয়া হুমকিতে কয়েক দিন ধরে আদালতে আসেননি কর্মচারী। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের বাইরে এসে কর্মচারীর নাম ধরে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তিনি বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নারী পুলিশ সদস্য ও এক আইনজীবী।

অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন বলেন, এক নারী বিষ খেয়ে আদালত প্রাঙ্গণে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Share This Article