ছাত্রদের কমিটি নিয়ে হাতাহাতি, আহত ২ শিক্ষার্থী ঢামেকে ভর্তি

বাংলাদেশ চিত্র ডেস্ক

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণাকে ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান (২৫)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এই হাতাহাতির ঘটনা ঘটে।

আহত দুজন গণমাধ্যমকে জানান, বিকালে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করা হয়। নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

তারা আরও জানান, এই ঘোষণাকে ঘিরে এক পক্ষ সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকেন। আরেক পক্ষও পাল্টা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে নীলাফোলা জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

Share This Article