এশিয়ান লিজেন্ডস লিগে মুখোমুখি লড়াইয়ে সাকিব-তামিম!

বাংলাদেশ চিত্র ডেস্ক

এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবরই প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ১০ মার্চ শুরু হবে এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ। ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে আশরাফুল-তামিমদের মুখোমুখি হবেন মিস্টার সেভেন্টি ফাইভ।

লাল-সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা। সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে। জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে। তবে, এবার মিস্টার সেভেন্টি ফাইভ ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে।

মাঝে গুঞ্জন চাউর হয়েছিল, যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলার। সেটা তিনি নিজেই খোলাশা করেছেন। খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে। এরপর ডিপিএলে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন।

মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ। যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরিরা। তবে, সে দলেও জায়গায় হয়নি সাকিব আল হাসানের।

নিজ দেশের হয়ে খেলার সুযোগ না হলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডের গুরুত্ব ঠিকই বুঝেন আয়োজকরা। পোস্টার বয়ের খেলা মানে লিগের ব্র্যান্ড ভ্যালুও অনেক বেড়ে যাওয়া। তাইতো এমন একজন ক্রিকেটারকে বাইরে রেখে লিজেন্ডস লিগ তা তো ভাবাই যায় না।

গণমাধ্যমের খবর এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে সাকিবকে দলে ভিড়িয়েছে এশিয়ান স্টার্স। সাকিব ছাড়াও যে দলে আছেন কেদার যাদব, লাহিরু থ্রিমান্নে। এছাড়া অলক কাপালিরও খেলার কথা রয়েছে সে দলে। যদিও এখনো সাকিবের খেলার ব্যপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাকিব কিংবা এশিয়ান স্টার্স দলের পক্ষ থেকে।

আগামী ১০ মার্চ ভারতের রাজস্থানে শুরু হওয়া এশিয়ান লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী দিনেই ম্যাচ খেলবে এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ টুর্নামেন্ট শুরুর ২ দিন পর। গণমাধ্যমের খবর অনুযায়ী সে ম্যাচে তামিম- আশরাফুলদের বিপক্ষে দেখা যাবে সাকিব আল হাসানকে।

Share This Article