ইয়েমেনের মিসাইলে কুপোকাত ৩৬৪ কোটি টাকার মার্কিন ড্রোন

বাংলাদেশ চিত্র ডেস্ক

লোহিত সাগরের ওপর সোমবার নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার। ওইদিনই ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করে, তারাই অত্যাধুনিক এই মার্কিন ড্রোনকে ভূপাতিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গেল কয়েক দিন ইয়েমেনের দাবি নিয়ে মুখ না খুললেও অবশেষে মার্কিন সেন্টকম এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার সত্যতা স্বীকার করেছে। যদিও ইয়েমেনের বিদ্রোহীরাই ওই ড্রোন ভূপাতিত করেছে কিনা তা জানায়নি সেন্টকম।

নিজেদের দাবির স্বপক্ষে মঙ্গলবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইয়েমেনের বিদ্রোহীরা। সেখানে দেখা যায়, একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, স্থানীয়ভাবে তৈরি করা স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে ১৫টি উড়োজাহাজ ধ্বংস করেছে।

সংঘাত শুরুর পর থেকে এখন ১২টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। রাডার ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোনের প্রতিটির দাম ৩ কোটি ডলার বা ৩৬৪ কোটি ৮২ লাখ টাকার বেশি। এই ড্রোনগুলো সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু নিখুঁত টার্গেটে আঘাত হানার সক্ষমতাও রয়েছে এমকিউ-৯ রিপার ড্রোনের।

Share This Article