
মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন। দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আন্তঃধর্মীয় সংলাপ বিস্তৃত করা হবে। এর মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যকার আন্তঃধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপের প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, জহিরুল হক ভূঞা, সংরক্ষিত নারী আসনের তামান্না নুসরাত বুবলী, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক (উপসচিব) আবদুল্লা-আল শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা মনোয়ার, এডিএম আব্দুল্লাহ আল জাকি, নরসিংদী পুলিশ সুপারের পক্ষে এডিশনাল এসপি,নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পীরজাদা, নরসিংদী জেলার সকল উপজেলার চেয়ারম্যান, নরসিংদী জেলার সকল উপজেলার নির্বাহী অফিসার, নরসিংদী জেলার সকল উপজেলার চেয়ারম্যান, নরসিংদী জেলার সকল উপজেলার নির্বাহী অফিসার, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ সংলাপে সকল ধর্মীয় নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।