জামাল কাড়াল, বরিশাল ব্যুরো প্রধান ::
বরিশাল উজিরপুরে মহাসড়কে দুই বাসের সংঘর্ষে চরমোনাই এক মুসুল্লি নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরো ৬ জন আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ছাড়াও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ২ জন চিকিৎসাধীন রযেছে।এ এঘটনাটি ঘটে
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায়। নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।
ঘটনাস্থলে থাকা মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিলো ‘প্রিয়া এন্টারপ্রাইজের’ একটি বাস। সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।
সার্জেন্ট সুমন জানান, আটিপাড়া এলাকায় পৌঁছুলে সাকুরা পরিবহন অজ্ঞাত একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোয়। তখন বিপরীত দিক থেকে এসে পড়ে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি। এসময় সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশের সঙ্গে সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়।
এতে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চরমোনাই মাহফিলগামী মুসুল্লির মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সার্জেন্ট সুমন আরও জানান, দুর্ঘটনায় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি দুমড়েমুচড়ে গেছে। সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। সাকুরা বাস আটক করা হয়েছে। সুগন্ধ পরিবহনের বাস উদ্ধার করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকতারা।