
বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ি গ্যাস দিতে পারছে না পেট্রোবাংলা। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বাড়তে শুরু করেছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে সার্বিক খরচ বেড়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে লোডশেডিং বাড়বে বলে শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শিল্পে গ্রিড বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।