মুখ বদলালেও চাঁদাবাজি থামেনি পরিবহনে

বাংলাদেশ চিত্র ডেস্ক

সোমবার সকাল ১০টা। ঈদের আগে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে একের পর এক যাত্রীবাহী বাস। তবে টার্মিনাল থেকে বের হওয়ার আগে দূরপাল্লার বাসগুলোর প্রতিটিকে চাঁদা হিসেবে গুনতে হচ্ছে ৫২০ টাকা।
‘এডিরে কয় জিপি (গেট পাস বা ছাড়পত্র)। জিপি না দিলে গাড়িই বাইরাতে পারবো না। যাত্রী থাউক, না থাউক, জিপি আমাগো দেওনই লাগে,’ বিবিসি বাংলাকে বলছিলেন ময়মনসিংহগামী বাসের… বিস্তারিত

Share This Article