রাজশাহীতে দৈনিক ডেসটিনির আলোচনা সভা অনুষ্টিত 

বাংলাদেশ চিত্র ডেস্ক

মো.আলাউদ্দীন মন্ডল, রাজশাহী ::

রাজশাহীতে দৈনিক ডেসটিনি সংবাদকর্মীদের নিয়ে  আলোচনাসভা অনুষ্টিত হয়। ১৭ ফেব্রয়ারী রোজ শুক্রবার বিকাল ৪  ঘটিকার সময় রাজশাহী জেলার ডেসটিনির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত মধ‌্য দিয়া সভার কার্যক্রম আরাম্ভ করা হয় । দৈনিক ডেসটিনির সংবাদ ও সার্কোলেশন সংক্রান্ত সমসাময়িক বিষয়ে মো.আলাউদীন মন্ডল এর সঞ্চালনায় এই আলোচনা সভার সভাপতিত্ত্ব করেন রাজপাড়া উপজেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান  । অন্যান্য সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন  মো. সদরুল আমিন.  মো.  বদরুল আমিন  ।রাজশাহী জেলা মধ্যে একটি উল্লেখযোগ্য শিল্পাঞ্চাল হওয়ায় প্রত্যেহ নানাবিধ সংবাদ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। সেই চিন্তাকে সামনে রেখে দৈনিক ডেসটিনি আগামীতে রাজশাহীর সব ধরণের ঘটনাকে গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকল সংবাদকর্মীরা।আলোচনা সভায় উপস্থিত দৈনিক ডেসটিনির সংবাদকর্মীরা নিয়মিত সংবাদ প্রকাশের ব্যাপারে পত্রিকা অফিসের সুনজর কামনা করেছেন।

Share This Article