আইন ভঙ্গ করায় ম্যাক্সওয়েলকে বড় জরিমানা

বাংলাদেশ চিত্র ডেস্ক

আইন ভঙ্গ করায় ম্যাক্সওয়েলকে বড় জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করে দেওয়া হয়েছে পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডারের নামের পাশে।
গতকাল মঙ্গলবার চ-ীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আইন ভঙ্গ করায় এ জরিমানা গুনতে হলো ম্যাক্সওয়েলকে গতকাল মঙ্গলবারের ম্যাচটি ছিল দর্শকদের জন্য রোমাঞ্চকর ও রানবন্যার। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে। তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জবাবে চেন্নাই হাড্ডাহাড্ডি লড়াই করলেও ৫ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি। ফলে ১৮ রানের জয় পায় পাঞ্জাব।
গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচেই অলরাউন্ডার ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আইপিএল জানায়, ‘গ্লেন ম্যাক্সওয়েল ধারা ২.২-এর আওতায় লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন (ম্যাচ চলাকালীন জিনিসপত্র বা স্থাপনায় আঘাত) এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। লেভেল ১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।’
আচরণবিধির ২.২ ধারায় বলা আছে, ‘স্বাভাবিক ক্রিকেট কার্যকলাপের বাইরে যেকোনো কাজ— যেমন স্টাম্পে লাথি মারা কিংবা বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ইত্যাদিতে ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত ক্ষতি সাধন করাই এই অপরাধের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ, কোনো খেলোয়াড় রাগের বশে ব্যাট দিয়ে যদি বিজ্ঞাপন বোর্ড ভেঙে ফেলে, তাও এই অপরাধের মধ্যে পড়বে।’
গত ৮ এপ্রিল চেন্নাইকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে পাঞ্জাব। আগের ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই টানা চতুর্থবার হারের তিক্ত স্বাদ পেল।
ভারতীয গণমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, ২ বলে ১ রানে আউট হয়ে (রবীচন্দ্রন অশ্বিনের বলে ফিরতি ক্যাচ দিয়ে) ড্রেসিং রুমে গিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন ম্যাক্সওয়েল। যদিও ঘটনাটি ঠিক কখন এবং কীভাবে ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

Share This Article