
মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সোশ্যাল মিডিয়ায় ইহুদি-বিরোধী কন্টেন্ট প্রচারকারীদের আর ভিসা বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে না।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, অভিবাসন সুবিধার অনুরোধের সময় তারা আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করবে। সেখানে ইহুদি-বিরোধী কার্যকলাপ বা ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ধরা পড়লে, সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।
ইউএসসিআইএস’র এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস, হিজবুল্লাহ, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কিংবা ইয়েমেনের হুথি গোষ্ঠীর মতো যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হিসেবে ঘোষিত সংগঠনের প্রতি সমর্থনমূলক পোস্ট ইহুদি-বিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে। এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং এটি ছাত্র ভিসা থেকে শুরু করে গ্রিন কার্ড আবেদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
হোমল্যান্ড সিকিউরিটির সহকারী মন্ত্রী ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, বিশ্বের সন্ত্রাসবাদ-সহানুভূতিশীলদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো জায়গা নেই। যারা ইহুদি-বিরোধী ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেয়, তাদের আমরা স্বাগত জানাব না।
হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, যারা মনে করেন তারা প্রথম সংশোধনীর আড়ালে থেকে যুক্তরাষ্ট্রে এসে ইহুদি-বিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে অবস্থান নেবেন, তারা ভুল করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো জায়গা নেই।