কুবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে মিরাজ -ইমরান

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুবি প্রতিনিধি, চাঁদনী আক্তার ::

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সভাপতি বিপ্লব দাস বিপুল ও সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা সেতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মিরাজ হোসেন হৃদয়কে সভাপতি এবং একই সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমরান হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য নতুন কমিটির ঘোষণা করা হয়৷

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাকিব আহমেদ রিয়ান ও মোঃ নয়ন মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন জাহিদ মোল্লা, মিনহাজুর রহমান, সৈকত হাসান রনি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম, মুতাসিম ভূঁইয়া, শোহায়েব ভূঁইয়া।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১০ সালে ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠন করা হয়।

Share This Article