ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল – Latest BD News

বাংলাদেশ চিত্র ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ মঙ্গলবার বিকেল নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরবিনরা।

কোচিং স্টাফসহ জিম্বাবুয়ে দল আজ রাতে ঢাকায়ই থাকবে। আগামীকাল বুধবার সিলেটের উদ্দেশে রওনা দেবে তারা। সেখানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।

টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

Share This Article