কাশ্মীরে বন্দুক হামলায় নিহত ৫, আহত অনেকে

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভারত-শাসিত কাশ্মীরের বেড়াতে আসা একদল পর্যটকের ওপর বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

কাশ্মীরের পেহেলগামে এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকাকে প্রায়শই ভারতের সুইজারল্যান্ড বলা হয়। পেহেলগাম থেকে তিন মাইল (৫ কিলোমিটার) দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণে এই হামলাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে ভারতীয় সেনাদের আক্রমণস্থলের দিকে দৌড়াতে দেখা যাচ্ছে।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই হামলা সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের উপর লক্ষ্য করে করা যেকোনো হামলার চেয়ে অনেক বড়।

হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। এই অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

আবদুল্লাহ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আমি অবিশ্বাস্যভাবে মর্মাহত। আমাদের দর্শনার্থীদের ওপর এই আক্রমণ জঘন্যতম কাজ।

কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ১৯৮৯ সাল থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে। যদিও সাম্প্রতিক বছরগুলিতে সহিংসতা হ্রাস পেয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান চলছে।

Share This Article