পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভারতশাসিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই বার্তা দেয়া হয়। এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

কাশ্মিরের এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে দেয়া বার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, কাশ্মিরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরের মতোই সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যেকোনও ধরনের সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখবে।

এই হামলার পেছনের দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারের এ হামলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক।

Share This Article