
সুপেয় পানি, খাবার স্যালাইন, কলম বাইক সার্ভিস নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে দেখা যায় তাদের অনেককেই।
শুক্রবার (০২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের বুথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে এসব আয়োজন করে সংগঠনটি।
শাখা ছাত্রদলের আয়োজনের মধ্যে ছিল পরীক্ষার্থী ও অভিভাবক জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, অভিভাবকদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা’সহ বিভিন্ন কার্যক্রম। এছাড়াও শিক্ষার্থীদের বরণ করে নিতে তারা ফুল ও সংগঠনের নাম সম্বলিত কলম উপহারস্বরূপ প্রদান করেন। এর-আগে গত ২৫ এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষায়ও সংগঠনটির এমন কার্যক্রম দেখা যায়।
সামগ্রিক বিষয়ে শাখা ছাত্রদল নেতা সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বলেন,নোয়াখালী জেলার কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির ভাইয়ের সার্বিক তত্বাবধানে নোবিপ্রবি ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
এসময় সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান,রাজনৈতিক সহ অবস্থানের মাধ্যমে ভাতৃপ্রতিম সকল সংগঠনের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ছাত্ররাজনীতি সচল রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
উল্লেখ্য, বুথ ও সামগ্রিক কার্যক্রমে শাখা ছাত্রদল নেতা জাহিদ হাসান, সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।