অসহায় জিদানের পাশে মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী  সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের নজরপুর গ্রামের এক হতদরিদ্র অসহায় রাজ মিস্ত্রি আব্দুল করিমের দুই সন্তানের মধ্যে বড় ছেলে জিদান। জিদানের বয়স ৫ বছর।

বাড়ির সামনের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশায় সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার স্বীকার হয়। এইসময়  মাথা পেটে প্রচুর রক্ত ক্ষরনে নোয়াখালীতে চিকিৎসা করাতে না পেরে দ্রুত মানুষের সহযোগিতায় নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

তাই খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ছুটে যায় প্রতিবাদী কন্ঠ সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. আজিম মিয়া। চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন জিদানের বাবা আব্দুল করিমের হাতে। আব্দুল করিম বলেন, জিদানের অপারেশন লাগবে, এতে প্রচুর টাকা খরচ হবে। তিনি সমাজে ধন্যার্ঢ, এবং মানবিক সংগঠন গুলোর কাছে আর্থিক সহযোগিতা আবেদন জানান।

আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য আব্দুল করিমের বিকাশ নাম্বার: ০১৭১৫- ০৪ ৭৬ ৭৭

Share This Article