বাংলাদেশ সিরিজের আগে নতুন হেড কোচ নিয়োগ দিলো পাকিস্তান

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ সিরিজের আগে নতুন হেড কোচ নিয়োগ দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    মঙ্গলবার, ১৩ মে, ২০২৫


সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে সাদা বলের ক্রিকেটে মাইক হেসনকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ বর্তমানে পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পিএসএলের এবারের আসর শেষ হওয়ার পরের দিন ২৬ মে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এর আগে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিলেও ছয় মাসের মাথায় হঠাৎ গ্যারি কারস্টেন হেড কোচের পদ থেকে পদত্যাগ করেন। সাদা বলে পাকিস্তান অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয় স্বদেশি আকিব জাভেদকে। আকিবেরই স্থলাভিষিক্ত হলেন হেসন। হেড কোচ না থাকলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন আকিব জাভেদ। কোচ থাকার সময় তিনি পিসিবির নির্বাচক কমিটিতেও ছিলেন। সেই দায়িত্ব পালন করে যাবেন। এছাড়া ডিরেক্টর অব হাই পারফরম্যান্সও সামলাবেন তিনি।
এপ্রিলে সাদা বলে নতুন কোচের পদ খালি হওয়ার পর থেকে হেসনই ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রথম পছন্দ। তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫০ ব্ছর বয়সী হেসন ২০১২ সালে নিউজিল্যান্ডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন। কিউই জাতীয় দলে ছয় বছর টানা সাফল্য উপহার দিয়েছেন তিনি। হেসনের অধীনে নিউজিল্যান্ড ঘরের মাঠে শক্তিশালী দল হিসেবে দাপট দেখায় এবং ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে। ২০১৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেন হেসন। ২০২৩ সালে সে দায়িত্ব ছাড়েন। এরপর পিএসএল হয়ে পাকিস্তান জাতীয় দলের কোচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article