নোয়াখালীতে তাহসীনুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত সম্মেলন প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
তাহসীনুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে শানদার ক্বেরাত সম্মেলন ও হিফজুল কুরআন প্রতিযোগিতা চৌমুহনীর প্রান কেন্দ্রে মদন মোহন হাই স্কুল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অত্র ফাউন্ডেশনের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকের হোসেনের পরিচালনায় আল্লামা শিব্বির আহমেদ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাহসীনুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্রগ্রাম দারুল উলুম হাট হাজারী মাদ্রাসার প্রাধান ক্বারী আল্লামা মুঈনুদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম হাটহাজারী মাদ্রাসার মাওলানা ক্বারী তামিমুল ইসলাম, চট্রগ্রাম জামিয়া ওবাইদিয়া নানুপুর ক্বারী মাওলানা সোলতান আহমাদ, ফেনী দারুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার ক্বারী মাওলানা আবদুর রহমান, ফেনী জামিয়া রাশেদীয়া মাদ্রাসার ক্বারী মাওলানা সুলতান আহমাদ, সোনাইমুড়ী ওয়াসেকপুর জামিয়া আজিজিয়া মাদ্রাসার ক্বারী আবদুল ওয়াহহাব।

সারা দিন ব্যাপি অনুষ্ঠিত হওয়া জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অর্ধ-শতাধিক প্রতিযোগিরা কুরআন ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর কোরআন থেকে তেলোয়াত করেন মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা সাইফুদ্দীন, ছাতারপাইয়া দারুল উলুম কওমী মাদ্রাসার ক্বারী মাওলানা হামেদ বিন রফিক, অন্ধ হাফেজ ক্বারী আশরাফুল ইসলাম সহ অনেকেই ক্বেরাত ও গজল পরিবেশন করেন।

বিচারক ছিলেন প্রধান হাফেজ মাওলানা মুফতি সাইফুদ্দিন, দায়িত্বে ছিলেন আহনুল কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের নোয়াখালী জেলার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবদুল আজিজ।

তাহসীনুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আল্লামা ক্বারী আবদুল মালেক সাহেব এর স্মরণে আলোচনা সভা ও দোয়া করা হয়।

এরপর কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় দের মাঝে ক্রেস্ট, সনদ সহ পনেরো জন কে পুরস্কৃত করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, অত্র ফাউন্ডেশনের বিভিন্ন সদস্যবৃন্দ, সামাজিক সংগঠন সহ আরো অনেকে।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর