আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ হলেন হান্নান

বাংলাদেশ চিত্র ডেস্ক

আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ হলেন হান্নান

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির রাতে হঠাৎ ক্রিকেট পাড়ায় গুঞ্জন, আবাহনীর এবারের সফল কোচ হান্নান সরকার নাকি ঠিকানা পাল্টে ফেলছেন!
জাতীয় দলের নির্বাচক পদ ছেড়ে আবাহনীতে যোগ দিয়ে প্রথম বছরই ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন কোচ। এমন শুরুর পর কয়েক মাস না যেতেই আকাশি-হলুদ শিবির ছেড়ে দেয়া! সত্যিই হান্নান আবাহনী ছাড়ছেন? নাকি ছাড়ার কথাবার্তা চলছে? আবাহনী ছাড়লে কোন দলে যাচ্ছেন?
এসব প্রশ্নের জট নিজেই খুলেছেন হান্নান। গত শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে জানিয়ে দিলেন, ‘কোনো গুঞ্জন নয়, সত্যি। আমি আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হেড কোচ হিসেবে যোগ দিচ্ছি। দিচ্ছি মানে দিয়েছি। আবাহনীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছি। বাদল ভাইয়ের (লিজেন্ডস অব রূপগঞ্জ স্বত্ত্বাধিকারী লুৎফর রহমান বাদল) সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তাই তার দলেই যোগ দেওয়ার সবকিছু ফাইনাল।’ নির্বাচকের ভূমিকা থেকে এসে ক্লাব কোচিংয়ের প্রথমেই বাজিমাত। ঢাকার প্রিমিয়ার লিগের
শিরোপা জয়। তারপর বছর না ঘুরতেই আবাহনী ছেড়ে অন্য ক্লাবে যাওয়া। বিশেষ কোনো কারণ আছে কি?
হান্নান সরকারের জবাব, ‘না। ঠিক তেমন কোনো উল্লেখ করার মত কারণ নেই। বলতে পারেন বেটার অফার। আবাহনীর অফিসিয়ালরা ঠিক নিশ্চিত করতে পারেননি আগামী বছর তারা কেমন দল করবেন, সে দলের শক্তি-সামর্থ্য কেমন হবে। আর লিজেন্ড অব রূপগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট বাদল ভাই আমাকে এবারও (২০২৫ লিগে) চেয়েছিলেন। কথাও হয়েছিল। পরে আবাহনীতে ফাইনাল করে ফেলি। কিন্তু আগামী বছরের জন্য বাদল ভাই আমাকে অফার করলে আমি তা গ্রহণ করেছি।’
লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তারা নতুন কোচ নিয়োগের কথা ভাবতেই পারেন। এবারও কাগজে কলমে দারুণ দল ছিল তারা। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মাহমুদুল হাসান জয়সহ নামী ক্রিকেটাররাই ছিলেন লাইন আপে। তবে কোচ নিয়ে বিপদে ছিল দলটি। সোহেল ইসলামকে সেভাবে পাওয়া যায়নি। বিসিবির সঙ্গে চুক্তি থাকায় সোহেল সেভাবে কোচিংয়ে টাইম দিতে পারেননি।
নাজমুল পেস বোলিং কোচ হিসেবে ভালো। তবে প্রধান কোচের ভূমিকায় সেভাবে ভালো করতে পারেননি। তাই পুরোদস্তুর হেড কোচের খোঁজে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। আর তাই হান্নান সরকারকে কোচ করা। হান্নানের সাথে কথা বলে জানা গেল, তিনি একা নন। আবাহনীর হয়ে এবারের লিগে নজরকাড়া কয়েজন তরুণ উদীয়মান ক্রিকেটারকেও আগামী বছর লিজেন্ডস অব রূপগঞ্জে দেখা যাবে।
লিজেন্ডস অব রূপগঞ্জ তো গতবারও খুব ভালো দল ছিল। কাগজে-কলমে মোহামেডানের পর দ্বিতীয় সেরা দল ছিল। কিন্তু মাঠে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। আগামীতে সেই দলের কজন থাকবেন? কথা কেমন হয়েছে?
হান্নান বলেন, ‘প্রাথমিক কথাবার্তা যা হয়েছে তাতে করে ৩০-৪০ ভাগ তো থাকবেই। এমনকি ফিফটি পার্সেন্টও থেকে যেতে পারে। টিম ভালো ছিল নিশ্চিতভাবেই। রেজাল্ট হয়নি। তাই সেই দলের বেশ কিছু প্লেয়ারকে রেখেই দল সাজানোর চিন্তা চলছে। পরিচিত মুখ যারা, তারা থাকবে। টিম কম্বিনেশনের কথা ভেবে কজনকে ছেড়ে দিতে হবে। তেমন কথাবার্তাও হয়ে গেছে।’
আবাহনী থেকে কি শুধু কোচ হান্নান সরকার একাই লিজেন্ডস অব রূপগঞ্জে পাড়ি জমালেন? নাকি ক্রিকেটারদেরও কেউ কেউ যাবেন? ‘ভালো চান্স আছে’-এটুকু বলে হান্নান সরকারের রসিকতা মেশানো ব্যাখ্যা, ‘চ্যাম্পিয়ন টিমের কোচই সব না। প্লেয়াররাও অনেক কিছু। চ্যাম্পিয়ন টিমের প্লেয়াররা যোগ দিলেই না বলা যাবে ওই দলটিও চ্যাম্পিয়ন টিমের জন্যই গড়া হচ্ছে!’
‘আমরা বিভিন্ন কম্বিনেশন গড়ার জন্য টিম থেকেই প্লেয়ার নিচ্ছি। নেব। তবে আবাহনীতে কিছু চ্যাম্পিয়ন প্লেয়ার আছে। তাদের দলে (লিজেন্ডস অব রূপগঞ্জে) টানার আপ্রাণ চেষ্টা থাকবে। আমার কাছাকাছি প্লেয়ারদের কজন এবার আবাহনীতে খেলেছে। তারাও চায় আমি যে টিমে কোচিং করাবো, সেই দলের হয়ে খেলতে। লিজেন্ডস অব রুপগঞ্জ তাদের ডিমান্ড ফুলফিল করলেই হয়ে যাবে। শেষ কথা, আবাহনী থেকে নিশ্চিতভাবেই কিছু প্লেয়ারকে রূপগঞ্জের হয়ে পরবর্তী প্রিমিয়ার লিগ খেলতে দেখা যাবে।’

Share This Article