জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার সামগ্রী ও অর্থ প্রদান 

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিল্লাল হোসাইন, জামালপুর:

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী জামালপুর জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট উপহারসামগ্রী,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ  চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম এর পক্ষ থেকে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩ উপলক্ষে উপহারসামগ্রী,ক্রেস্ট ও নগদ অর্থ হস্তান্তর করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার সহ আরো অনেকেই।

উল্লেখ্য যে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা ও জনগণের জান-মাল রক্ষার মত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যে কোন প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না তারা। প্রতিবছর দায়িত্ব পালনকালে অনেক পুলিশ সদস্য নিজের জীবন উৎসর্গ করে দেশে স্থিতিশীল পরিবেশ এবং স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখেন। তাই প্রতি বছর পুলিশ মেমোরিয়াল ডে-তে কর্তব্যরত অবস্থায় জীবন দানকারী পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাদের পরিবার কে উপহার দেওয়া হয় ও সম্মানিত করা হয়।

Share This Article