
মো: মনিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :
পরিবার উন্নয়ন সংস্থা ( FDA) এর আয়োজনে কৃষি পরামর্শ কেন্দ্র-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৬ ফেব্রুয়ারী) ভোলার জিন্নাগড়ে এ কৃষি পরামর্শ কেন্দ্র অনুষ্ঠিত হয়। রবিবার সকাল থেকে শুরু করে সারা দিনব্যাপী এটি আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান তাওহীদ, সিনিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী ( FDA) শংকর চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা (FDA) কৃষিবিদ মোঃ মনিরুল ইসলামসহ আরও অনেকে।
উক্ত কৃষি পরামর্শ কেন্দ্রে কৃষাণ- কৃষাণী বক্তাদের প্রশ্ন পর্বে কৃষি বিষয়ক নানা রোগের কথা জিজ্ঞেস করলে তাৎক্ষণিক সমাধান দেন। এছাড়াও বক্তারা নিরাপদে কিভাবে রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার কমিয়ে চাষাবাদ করতে পারেন সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।
উক্ত কৃষি পরামর্শ কেন্দ্র পল্লী কর্ম- সহায়ক সংস্থা (পিকেএসএফ) এর অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা (FDA) এর আয়োজনে কৃষিতাত্তিক ব্যবস্থাপনা, ক্ষতিকর পোকামাকড় ও রোগ-বালাই শনাক্তকরন এবং তাদের বালাই ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।