সুজাতপুর তমিজ উদ্দিন বেপারি বাড়ি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ঈদ শুভেচ্ছা ফুটবল ম্যাচ

সহ সম্পাদক (বার্তা)

চাঁদপুর জেলা প্রতিনিধি :: আজ ১২ জুন রোজ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় সুজাতপুর তমিজ উদ্দিন বেপারি বাড়ি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে ঈদ শুভেচ্ছা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এই শুভেচ্ছা বিনিময় ম্যাচে দুইটি ফুটবল দল অংশগ্রহণ করেন সবুজ ও লাল দল। খেলার ফলাফল লাল দল তিন গোল ও সবুজ দল পাঁচ গোল করে বিজয়ী লাভ করেন।

খেলায় অংশগ্রহণ করেন মো: মনজু বেপারি, মোঃ সুমন বেপারি, জাপান প্রবাসী মো: সালাউদ্দীন, ইমন বেপারি, সৌদিআরব প্রবাসী মাসুদ রানা, প্রকৌশলী ফয়েজ আহামেদ, ফয়সাল আহমেদ, মো: বাবু, রুবেল মিয়া, রেজাউল করিম, কুয়েত প্রবাসী পারভেজ হাসান ও হাসান বেপারি সহ প্রমুখ।

Share This Article