তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চিত্র ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি চাইলে যেকোনো সময় দেশে আসতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

পুশ ইন প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না। এ সময় বিষয়টি দেশটির হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Share This Article