অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েলকে সমর্থন দিল জি-৭ জোট

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জন্য ইরানকে দায়ী করেছে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি–৭। পাশাপাশি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে দেশগুলো।

মঙ্গলবার (১৭ জুন) সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, কানাডায় চলমান সম্মেলন থেকে ইরান-ইসরায়েলের সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত সাত দেশের এই জোট। বিবৃতিতে জোটটির নেতারা কার্যত ইসরায়েলের পক্ষই নিল।

বিবৃতিতে জোটের নেতারা ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে’ বলেও মত দিয়েছেন। তারা বলেছেন, আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। একইভাবে ইরান ‘আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস’ বলেও উল্লেখ করেন।

বিবৃতিতে জি-৭ এর নেতারা বলেছেন, আমরা ধারাবাহিকভাবে স্পষ্ট করে বলেছি যে ইরান কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। পাশাপাশি ইরান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

অর্থনীতিতে শীর্ষ শক্তিধর এই জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি।

Share This Article