ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই মারবো না: ট্রাম্প

বাংলাদেশ চিত্র ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ- আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা লিখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।

এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আনকন্ডিশনাল সারেন্ডার!’ (নিঃশর্ত আত্মসমর্পণ!)


Share This Article