বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত

বিল্লাল হোসাইন, জামালপুর :

জামালপুর প্রতিনিধি:

“শিক্ষকগণ হলেন আদর্শ মানুষ গড়ার সুনিপুণ কারিগর” এই স্লোগান নিয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শিক্ষক সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও জামালপুর বার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল আউয়াল, সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃতিক বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর এ বি এম জুলফিকার আলী।

উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ খান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখার সভাপতি অধ্যাপক মু. জিল্লুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক জগলুল পাশা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কলেজ শাখার উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক আমানুল্লাহ মারুফ, ইসলামের ইতিহাস সংস্কৃতিক বিভাগের প্রভাষক বোরহান উদ্দিন, মেলান্দহ সরকারি কলেজের ইসলামের ইতিহাস সংস্কৃতিক বিভাগের প্রভাষক সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জাকিউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক জামালী, শহর শাখার উপদেষ্টা অধ্যক্ষ মেজবাউর রহমান কাউসার, উপদেষ্টা হাফিজুর রহমান লিটন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি আবু সাইম প্রমুখ।

সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখার নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হন মু. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক জগলুল পাশা। এছাড়াও ফেডারেশনের ৭টি শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে মনোনীত হয়েছেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ এর সভাপতি অধ্যাপক মোঃ জমাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মমিনুর রহমান। মাদ্রাসা শিক্ষক পরিষদ এর
সভাপতি অধ্যাপক মাওঃ মাহমুল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী আকবর। মাধ্যমিক শিক্ষক পরিষদ এর সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নূরুন্নবী। প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান করিম ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
কারিগরী শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আবু সাঈম রাজন ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদে সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাদিকুর রহমান সাদ্দাম।

সম্মেলনের প্রতিপাদ্য বিষয়গুলো ছিল,”শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান, ন্যায় সঙ্গত বাড়ী ভাড়া, ও নৈতিকতার উন্নয়ন মূলক কল্যাণ মূখী কারিকুলাম প্রণয়ন।”

আগামী দিনে জামালপুর শহরের সকল স্তরের শিক্ষকদের সংগঠিত করে শিক্ষকদের ন্যায় সঙ্গত ও যৌক্তিক দাবী সমূহ আদায় করার লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেই সাথে সম্মেলনে শিক্ষকদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ।

Share This Article