নবীনগরে যাত্রীবাহী ট্রলার ডুবে দুইজনের মৃত্যু উদ্ধার কাজ চলমান

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১ মার্চ) বিকাল তিনটার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শিতারামপুর এলাকার তিতাস নদীতে সদ্য নির্মিত ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়াইল ২নং ওয়ার্ডের প্রহল্লাদ চৌধুরীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী, অপরজন পার্শবর্তী রায়পুরা উপজেলার মির্জারচরের হাফেজ ফারুক মিয়ার ছেলে হাফেজ মোঃ মাহমুদ উল্লাহ।
নবীনগরেযাত্রীবাহীট্রলারডুবিতেস্কুলছাত্রীসহজনেরলাশ_উদ্ধার

নবীনগরের ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা মোঃ হুমায়ুন কবির প্রতিদিনের পোস্টকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। এসে জানতে পারি ১০০ বস্তা সিমেন্ট ও ৫০ জন যাত্রী নিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। দুজন যাত্রী নিহত হন তবে কোন নিখোঁজ এর খবর পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার প্রতিদিনের পোস্টকে জানান, দুপুরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাচ্ছিল। পথিমধ্যে সীতারপমপুরে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নৌকার দুই যাত্রী মারা যান। তিনি আরও জানান, নৌকা ডুবির পর মাঝি ও তার সহযোগী পালিয়ে যায়। বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

Share This Article